সংবাদের উৎস(Source of News)

       সংবাদকে সকল তথ্য সহযোগে পাঠকদের সামনে উপস্থাপন করার জন্য সাংবাদিকদের কিছু নির্দিষ্ট উৎস থেকে সংবাদটি সংগ্রহ করতে হয়। সংবাদের উৎস থেকে প্রাপ্ত তথ্যগুলির উপর ভিত্তি করেই একটি সংবাদকে সুষ্ঠভাবে প্রকাশ করা যায়। সংবাদকে প্রকাশনা করার জন্য বিভিন্ন জায়গা বা উৎস থেকে সংবাদ সংগ্রহ করতে হয়, সংবাদের এই উৎসগুলি হল-

১. ঘটনাস্থল: সংবাদ সংগ্রহের প্রধান উৎসই হল ঘটনাস্থল, অর্থাৎ ঘটনাটি যেখানে ঘটেছে। কোনো ঘটনা ঘটলে সেই স্থান থেকেই সরাসরি খবর সংগ্রহ করে মিডিয়া হাউসে পাঠানো হয় ও তা সংবাদ হিসাবে উপস্থাপন করা হয়।

২. সংবাদ সংস্থা(PTI, UNI): প্রতিদিন হাজার হাজার খবর এসে জমা হচ্ছে সংবাদ সংস্থায়। সংবাদ সংস্থাগুলি বিভিন্ন মিডিয়া হাউসে খবর সরবরাহ করে থাকে। ভারতের দুটি প্রধান সংবাদ সংস্থা হল PTI(Press Trust of India) ও UNI(United News of India)। এই সংবাদ সংস্থাগুলি দেশের ছোট - বড় সকল মিডিয়া হাউসগুলিকে খবর সরবরাহ করে চলেছে।

৩. সাংবাদিক: একজন সাংবাদিক নিজেই সংবাদ সংগ্রহের উৎস হিসাবে কাজ করে থাকেন। কোনো ঘটনা ঘটলে তা সাংবাদিকের চোখ এড়ায় না, তৎক্ষণাৎ তিনি তা সংবাদ হিসাবে সংগ্রহ করে পাঠিয়ে দেন মিডিয়া হাউসে প্রকাশনার জন্য।

৪. প্রত্যক্ষদর্শী: কোনো ঘটনা কিভাবে ঘটেছে সে সম্পর্কে সঠিক খবর সংগ্রহ করার জন্য প্রত্যক্ষদর্শীর কাছে জানতে চাওয়া হয়।

৫. সরকারি ও বেসরকারি দপ্তর: সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর তাদের দপ্তর সংক্রান্ত নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ মাধ্যমগুলিতে পাঠিয়ে থাকে। সংবাদ মাধ্যমগুলি সেগুলিকে সংবাদ হিসাবে উপস্থাপন করে।

৬. ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া: বর্তমানে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে যেখানেই কোনো ঘটনা ঘটুক না কেন তা আমরা সহজেই দেখতে পাই। এমন অনেক ঘটনাকে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সংবাদ হিসাবেও প্রকাশ করা হয়।

৭. প্রেস কনফারেন্স: সরকারি- বেসরকারি কোনো বিল উত্থাপন, প্রকল্প রূপায়নের সময় প্রেস কনফারেন্স করা হয়, যেটি সংবাদের একটি উৎসস্থল।

৮. সিটিজেন সাংবাদিকতা: সিটিজেন সাংবাদিকতায় সাধারণ মানুষ খবর সংগ্রহ করে বিভিন্ন মিডিয়া হাউসে পাঠান। এক্ষেত্রে একজন সাধারণ মানুষই সংবাদের উৎস হিসাবে কাজ করে।


Comments

Popular posts from this blog

হার্ড নিউজ ও সফট্ নিউজ এর পার্থক্য(Hard News Vs Soft News)

জ্ঞাপন কি(What is Communication)