হার্ড নিউজ ও সফট্ নিউজ এর পার্থক্য(Hard News Vs Soft News)

১. হার্ড নিউজের তাৎক্ষণিক গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে, সফট্ নিউজের তাৎক্ষণিক গুরুত্ব কম।

২. হার্ড নিউজ যত দ্রুত পারা যায় ততই তাড়াতাড়ি প্রকাশ বা সম্পাদনা করতে হয়। অন্যদিকে, সফট্ নিউজ দু একদিন পরেও প্রকাশ করা যায়।

৩. হার্ড নিউজ মূলত কোনো ঘটনা নির্ভর। অন্যদিকে, সফট্ নিউজ মূলত মানবিক আবেদনমূলক।

৪. হার্ড নিউজে কোনো ঘটনার বিবরণ থাকে যেখানে নিজস্ব মতামতের কোনো জায়গা থাকে না। অন্যদিকে, সফট্ নিউজে নিজস্ব মতামত প্রদানের জায়গা থাকে।

৫. হার্ড নিউজে সিরিয়াসনেস বেশি থাকে। অন্যদিকে, সফট্ নিউজ হয় মানবিক আবেদনমূলক,হাস‍্যরসাত্মক ও ব‍্যাঙ্গাত্মকধর্মী।

৬. হার্ড নিউজ 'Inverted Pyramid' পদ্ধতি অনুসরণ করে লেখা হয়। অন্যদিকে, সফট্ নিউজ লেখা হয় নিজস্ব ধ্যানধারণার উপর ভিত্তি করে।

Comments

Post a Comment

Popular posts from this blog

সংবাদের উৎস(Source of News)

জ্ঞাপন কি(What is Communication)