জ্ঞাপনের প্রকারভেদ(Types of Communication)

   জ্ঞাপন সাধারণত চাররকম ভাবে সম্পন্ন হয়ে থাকে -

১.কথিত জ্ঞাপন(Verbal Communication): এক বা একাধিক ব‍্যক্তি বা গোষ্ঠীর মধ‍্যে কথাবার্তার আদান-প্রদানের মাধ‍্যমে কথিত জ্ঞাপন সম্পন্ন হয়ে থাকে। সাধারণত মানুষ কথিত আকারেই জ্ঞাপন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। কথিত জ্ঞাপনের মাধ্যমেই মানুষ সম্পূর্ণভাবে ভাবের আদান-প্রদান করেন।

২. অ-কথিত জ্ঞাপন(Non-Verbal Communication): শারীরিক অঙ্গ-ভঙ্গি, ইশারার মাধ‍্যমে অ-কথিত জ্ঞাপন হয়ে থাকে। প্রেরক ইশারা ও অঙ্গ-ভঙ্গির মাধ‍্যমে গ্রাহকের সাথে বিভিন্ন ভাবের আদান-প্রদান করেন, ফলে জ্ঞাপন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।

৩. লিখিত জ্ঞাপন(Written Communication): প্রেরক যদি গ্রাহকের উদ্দেশ‍্যে লিখিত আকারে কিছু বার্তা দিয়ে থাকেন তাহলে লিখিত জ্ঞাপন সম্পন্ন হয়।

৪. চাক্ষুষ বা দৃষ্টিলদ্ধ জ্ঞাপন(Visual Communication): প্রেরকের পাঠানো কোনো বার্তা যখন একজন গ্রাহক সরাসরি চোখে, ফটো বা ভিডিও ক্লিপের মাধ‍্যমে দেখেন তখন যে জ্ঞাপন হয় তা হল চাক্ষুষ বা দৃষ্টিলব্ধ জ্ঞাপন।



Comments

Popular posts from this blog

সংবাদের উৎস(Source of News)

হার্ড নিউজ ও সফট্ নিউজ এর পার্থক্য(Hard News Vs Soft News)

জ্ঞাপন কি(What is Communication)