সিটিজেন সাংবাদিকতা (Citizen Journalism)

       'সিটিজেন' কথার অর্থ নাগরিক অর্থাৎ একজন সাধারণ মানুষ যেখানে সাংবাদিক হিসাবে খবর প্রকাশ করে থাকেন, সেই সাংবাদিকতাকেই বলা হয় সিটিজেন সাংবাদিকতা।

প্রশিক্ষণহীন অপেশাদার সাধারণ মানুষ পেশাদার সাংবাদিকদের মতই খবর সংগ্রহ, খবর লেখা, খবর এডিট, খবর প্রকাশ ও বণ্টন করে থাকেন।

তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে একজন সাধারণ মানুষ স্মার্টফোন ব্যবহার করে সহজেই কোনো জায়গায় ঘটে যাওয়া ঘটনাকে সংবাদ হিসাবে আবিষ্কার করতে পারেন।

এমন অনেক জায়গা আছে যেখানে সাংবাদিক পৌঁছতে পারেননা। অর্থাৎ একেবারে তৃণমূল স্তর থেকে খবর সংগ্রহ করে নিয়ে আসতে পারেন সাধারণ মানুষই। সাধারণ মানুষই তার নিজস্ব এলাকার অভাব অভিযোগ ভালোভাবে জানেন তাই তিনিই সেই সমস্ত অভাব অভিযোগ তুলে ধরতে পারবেন তার প্রতিবেদনে সিটিজেন সাংবাদিকতার মাধ্যমে।



Comments

Post a Comment

Popular posts from this blog

সংবাদের উৎস(Source of News)

হার্ড নিউজ ও সফট্ নিউজ এর পার্থক্য(Hard News Vs Soft News)

জ্ঞাপন কি(What is Communication)