ইনভারটেড পিরামিড(Inverted Pyramid)

     কোনো প্রতিবেদনকে পাঠকের সামনে সুষ্ঠভাবে তুলে ধরার জন্য প্রতিবেদক কিছু নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলেন। তার মধ্যে একটি বিশেষ নীতি হল ইনভারটেড পিরামিড।

          ইনভারটেড পিরামিড মূলত জ্যামিতিক আকার উল্টো পিরামিড হিসাবে লেখা হয়। এই উল্টো পিরামিড আকৃতিকে তিনটি স্তম্ভে ভাগ করা হয়-
          এই উল্টো পিরামিডের প্রথম স্তম্ভে দেওয়া হয় 'Intro'। এই অংশে পাঠক মনের প্রাথমিক প্রশ্নগুলির উত্তর দেওয়া হয়। 'কে', 'কী', 'কোথায়', 'কখন', 'কেন' (5Ws') প্রশ্নগুলির উত্তর দেওয়া হয় এই 'Intro' অংশে। এই অংশটি পড়ে পাঠকরা ঘটনাটি সম্পর্কে প্রাথমিক ধারণা পান।
         মধ্যবর্তী স্তম্ভ হল 'Body', যেখানে ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়। পাঠকের প্রাথমিক চাহিদা পূরণের পর ঘটনাটি কিভাবে ঘটেছে তিনি তা জানতে চান। অর্থাৎ এখানে 1H-এর  উত্তর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর মতামত(Byte)-ও দেওয়া হয় এখানে।
          উল্টো পিরামিডের শেষ স্তম্ভে থাকে 'Conclusion', যেখানে কোনো ঘটনার পরিস্থিতি মোকাবিলার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যাবে তা বর্ণনা করা হয়।



Comments

Popular posts from this blog

সংবাদের উৎস(Source of News)

হার্ড নিউজ ও সফট্ নিউজ এর পার্থক্য(Hard News Vs Soft News)

জ্ঞাপন কি(What is Communication)