অনলাইন সাংবাদিকতা(Online Journalism)

          অনলাইন সাংবাদিকতা হল মূলত ইন্টারনেট নির্ভর সাংবাদিকতা। ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বর্তমানে যে সাংবাদিকতার সূচনা হয়েছে তা হলো অনলাইন সাংবাদিকতা, যা 'Digital Journalism' নামেও পরিচিত। অনলাইন সাংবাদিকতা চালু হওয়ার ফলে গণমাধ্যমের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে এবং পাঠককুলে এর গ্রহণযোগ্যতাও বেড়েছে।
          ইন্টারনেট ব্যবস্থা চালু হওয়ার পর থেকে গণমাধ্যমের অনেক প্রযুক্তিগত উন্নতি ঘটেছে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে একজন পাঠক ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সংবাদ পেয়ে থাকেন।

ইন্টারনেট নির্ভর: বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করে থাকেন। যেহেতু অনলাইন সাংবাদিকতাও ইন্টারনেট নির্ভর তাই একই সময়ে অনেক মানুষের কাছে সংবাদ সরবরাহ সম্ভব হয়। 

খবর ছাপার ঝামেলা থাকে না: সংবাদপত্রের ক্ষেত্রে সংবাদ সংগ্রহ, বাছাই করে তা মুদ্রণ যন্ত্রে ছাপানো হয়, ফলে পাঠকের কাছে খবর পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু অনলাইন সাংবাদিকতায় এসব ঝামেলা থাকে না ও দ্রুতই খবর পাঠকের কাছে পৌঁছে যায় বলে পাঠকের কাছে অনলাইন সাংবাদিকতার গ্রহণযোগ্যতাও বেশি।

স্বল্প সময়ে খবর প্রকাশ: খবর ছাপার কোনোরকম ঝামেলা না থাকায় স্বল্প সময়ে কোনো সংবাদ প্রকাশ করা যায়। মানুষ কোনো ঘটনার দ্রুত আপডেট পেতে চান। অনলাইন সাংবাদিকতায় খুব দ্রুত খবর প্রকাশ হওয়ায় মানুষও সেই ঘটনা সম্পর্কে জানতে পারেন খুব দ্রুত।

 'অডিও-ভিসুয়াল' কভারেজ: অনলাইন সাংবাদিকতায় খবর প্রকাশের সাথে সেই খবরের বিভিন্ন ছবি, অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ দেওয়া হয়। অডিও-ভিসুয়াল কভারেজের মাধ্যমে সংবাদ পরিবেশন করা হয় বলেই পাঠকরা কোনো ঘটনার সাথে নিজেদের দ্রুত যুক্ত করতে পারেন এবং সংবেদনশীল হয়ে ওঠেন।

পাঠকের পছন্দমতো খবর বাছাই: বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনের নিজস্ব ওয়েবসাইট থাকে। সেখানে একজন পাঠক তার পছন্দের বিষয়টি বেছে নিয়ে শুধুমাত্র সেই বিষয়েই বিভিন্ন খবর পড়তে পারেন। সংবাদপত্র ও টেলিভিশনে নিজের পছন্দের বিষয়টি বেছে নেওয়ার সুযোগ থাকে না, কিন্তু অনলাইনে একজন পাঠক নিজের পছন্দের বিষয়টি বাছতে পারেন।


Comments

Post a Comment

Popular posts from this blog

সংবাদের উৎস(Source of News)

হার্ড নিউজ ও সফট্ নিউজ এর পার্থক্য(Hard News Vs Soft News)

জ্ঞাপন কি(What is Communication)