সংবাদের উৎস(Source of News)
সংবাদকে সকল তথ্য সহযোগে পাঠকদের সামনে উপস্থাপন করার জন্য সাংবাদিকদের কিছু নির্দিষ্ট উৎস থেকে সংবাদটি সংগ্রহ করতে হয়। সংবাদের উৎস থেকে প্রাপ্ত তথ্যগুলির উপর ভিত্তি করেই একটি সংবাদকে সুষ্ঠভাবে প্রকাশ করা যায়। সংবাদকে প্রকাশনা করার জন্য বিভিন্ন জায়গা বা উৎস থেকে সংবাদ সংগ্রহ করতে হয়, সংবাদের এই উৎসগুলি হল- ১. ঘটনাস্থল : সংবাদ সংগ্রহের প্রধান উৎসই হল ঘটনাস্থল, অর্থাৎ ঘটনাটি যেখানে ঘটেছে। কোনো ঘটনা ঘটলে সেই স্থান থেকেই সরাসরি খবর সংগ্রহ করে মিডিয়া হাউসে পাঠানো হয় ও তা সংবাদ হিসাবে উপস্থাপন করা হয়। ২. সংবাদ সংস্থা(PTI, UNI) : প্রতিদিন হাজার হাজার খবর এসে জমা হচ্ছে সংবাদ সংস্থায়। সংবাদ সংস্থাগুলি বিভিন্ন মিডিয়া হাউসে খবর সরবরাহ করে থাকে। ভারতের দুটি প্রধান সংবাদ সংস্থা হল PTI(Press Trust of India) ও UNI(United News of India)। এই সংবাদ সংস্থাগুলি দেশের ছোট - বড় সকল মিডিয়া হাউসগুলিকে খবর সরবরাহ করে চলেছে। ৩. সাংবাদিক : একজন সাংবাদিক নিজেই সংবাদ সংগ্রহের উৎস হিসাবে কাজ করে থাকেন। কোনো ঘটনা ঘটলে তা সাংবাদিকের চোখ এড়ায় না, তৎক্ষণাৎ তিনি তা সংবাদ হিসাব...
Comments