সংবাদ-এর শ্রেণীবিভাগ (Classification of News)
সংবাদের তাৎক্ষণিকতা ও গুরুত্ব অনুযায়ী সংবাদকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। ১. হার্ড নিউজ(Hard News) ২. সফট নিউজ(Soft News)
১. হার্ড নিউজ(Hard News): যেসকল সংবাদের তাৎক্ষণিকতা অনুযায়ী গুরুত্ব অনেক বেশি অর্থাৎ মানস মনে অতি দ্রুত প্রভাব বিস্তার করতে পারে বা আলোড়ন সৃষ্টি করতে পারে, সেই সংবাদকে বলা হয় হার্ড নিউজ(Hard News)। হার্ড নিউজকে সবসময়ই সময় উপযোগী হতে হয় অর্থাৎ যত দ্রুত সম্ভব সম্পাদনা বা প্রকাশ করতে হয়।
যেমন- রাস্তায় অ্যাক্সিডেন্টের ঘটনা।
২. সফট্ নিউজ(Soft News): যে সংবাদের তাৎক্ষণিক গুরুত্ব হার্ড নিউজের তুলনায় অনেকাংশেই কম। যে সংবাদকে দু একদিন পর প্রকাশ করলেও তার সংবাদমুল্য হারায় না তাকেই সফট্ নিউজ(Soft News) বলে। সফট্ নিউজ মানবিক আবেদনমূলক হয়ে থাকে।
যেমন- কোনো দুঃস্থ ছাত্র মাধ্যমিকে ৮০% নম্বর পেয়ে পাশ করেছে তা সংবাদ হিসাবে প্রকাশ করলে সেটি সফট্ নিউজ।
খুব ভালো👍
ReplyDelete