সংবাদ কি? (What is News)

  প্রতিদিনই আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, সেইসব ঘটনাগুলোর মধ্যে যেসকল ঘটনাগুলোর তাৎক্ষণিকতা অনুযায়ী গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়, যা মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে তাই-ই হল সংবাদ।
          উদাহণস্বরূপ বলা যেতে পারে যদি কোনো কুকুর মানুষকে কামড়ায় তাহলে সেটা কোনো সংবাদ নয়, তবে কোনো মানুষ যদি কুকুরকে কামড়ায় তাহলে সেটি সংবাদ হিসাবে বিবেচিত হয়।
          সংবাদ অর্থাৎ 'News' কথাটি এসেছে 'New' থেকে। অতএব কতগুলি নতুন ঘটনার সমাহার ই হল 'News' বা সংবাদ। সাধারণত রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও ইন্টারনেটের মাধ্যমে আমরা সংবাদ জানতে পারি। সংবাদের উদ্দেশ্যই হল মানুষকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা।

Comments

Post a Comment

Popular posts from this blog

সংবাদের উৎস(Source of News)

হার্ড নিউজ ও সফট্ নিউজ এর পার্থক্য(Hard News Vs Soft News)

জ্ঞাপন কি(What is Communication)