Posts

Showing posts from March, 2020

জ্ঞাপনের প্রকারভেদ(Types of Communication)

Image
   জ্ঞাপন সাধারণত চাররকম ভাবে সম্পন্ন হয়ে থাকে - ১. কথিত জ্ঞাপন(Verbal Communication) : এক বা একাধিক ব‍্যক্তি বা গোষ্ঠীর মধ‍্যে কথাবার্তার আদান-প্রদানের মাধ‍্যমে কথিত জ্ঞাপন সম্পন্ন হয়ে থাকে। সাধারণত মানুষ কথিত আকারেই জ্ঞাপন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। কথিত জ্ঞাপনের মাধ্যমেই মানুষ সম্পূর্ণভাবে ভাবের আদান-প্রদান করেন। ২. অ-কথিত জ্ঞাপন(Non-Verbal Communication) : শারীরিক অঙ্গ-ভঙ্গি, ইশারার মাধ‍্যমে অ-কথিত জ্ঞাপন হয়ে থাকে। প্রেরক ইশারা ও অঙ্গ-ভঙ্গির মাধ‍্যমে গ্রাহকের সাথে বিভিন্ন ভাবের আদান-প্রদান করেন, ফলে জ্ঞাপন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। ৩. লিখিত জ্ঞাপন(Written Communication) : প্রেরক যদি গ্রাহকের উদ্দেশ‍্যে লিখিত আকারে কিছু বার্তা দিয়ে থাকেন তাহলে লিখিত জ্ঞাপন সম্পন্ন হয়। ৪. চাক্ষুষ বা দৃষ্টিলদ্ধ জ্ঞাপন(Visual Communication) : প্রেরকের পাঠানো কোনো বার্তা যখন একজন গ্রাহক সরাসরি চোখে, ফটো বা ভিডিও ক্লিপের মাধ‍্যমে দেখেন তখন যে জ্ঞাপন হয় তা হল চাক্ষুষ বা দৃষ্টিলব্ধ জ্ঞাপন।

জ্ঞাপন কি(What is Communication)

Image
      'Communication' কথার অর্থ জ্ঞাপন। Communication কথাটি এসেছে ল্যাটিন শব্দ 'Communicare' থেকে যার অর্থ আদান-প্রদান।       জ্ঞাপন হল এমন এক প্রক্রিয়া যেখানে কথা বলা, লেখা বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে বার্তা বা তথ্যের আদান-প্রদান করা হয়। জ্ঞাপন প্রক্রিয়ায় এক বা একাধিক ব্যক্তি বা গোষ্ঠীর সাথে যোগাযোগ করা যায়।      জ্ঞাপন প্রক্রিয়া দ্বিমুখী। জ্ঞাপন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে প্রেরক ও গ্রাহকের মধ্যে বার্তার আদান-প্রদানের মাধ্যমে। প্রেরক যে বার্তা প্রেরণ করে তা গ্রাহক গ্রহণ করে ও প্রতিক্রিয়া দেয় - এভাবেই জ্ঞাপন প্রক্রিয়া সম্পন্ন হয়।

সংবাদের সামাজিক দায়বদ্ধতা(Responsibility to Society of News/ Social Responsibility of News)

Image
    তাৎক্ষণিকতা ও গ্রহণযোগ্যতা বেশি এমন কোনো ঘটনার বিবরণ দেওয়াই সংবাদের কাজ। তবে শুধুমাত্র কোনো ঘটনার বিবরণ দেওয়াই সংবাদের মূল লক্ষ্য নয়। সংবাদ কিছু সামাজিক দায়বদ্ধতাও পালন করে থাকে। সংবাদের সামাজিক দায়বদ্ধতা ১. কৌতূহল মেটানো : ঘটে যাওয়া কোনো ঘটনা সম্পর্কে মানুষ খুব বেশি কৌতূহলী হয়ে ওঠে। সংবাদ তার সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের এইসব কৌতূহলগুলি মিটিয়ে থাকে। ২. জনমত গঠন : সংবাদ বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেয় বিভিন্ন তথ্য, ঘটনার বিবরণ। যার দ্বারা মানুষ তাদের নিজেদের মতামত গঠনে সক্ষম হন, অর্থাৎ জনমত গঠিত হয়। ৩. জ্ঞানভান্ডার বৃদ্ধি : কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর সংবাদ রচনা করা হয় না। চাষবাস থেকে শুরু করে শিল্প ব্যবসা বানিজ্য সাহিত্য প্রযুক্তি  সবকিছু নিয়েই সংবাদ রচনা করা হয়। তাই সংবাদের মাধ্যমে মানুষের জ্ঞানভান্ডার বৃদ্ধি পায়। ৪. সৃজশীলতা বৃদ্ধি : সংবাদ শুধুমাত্র ঘটনার বিবরণ দেয় না সৃজনশীল কাজও তুলে ধরে। প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের কোনো ছাত্র -ছাত্রীর সৃজনশীল আবিষ্কার সামাজিক দায়বদ্ধতা থেকে সংবাদের মাধ্যমে প্রকাশ করা হয়। এরকম সংবাদের মাধ্যম...

সংবাদের উৎস(Source of News)

Image
       সংবাদকে সকল তথ্য সহযোগে পাঠকদের সামনে উপস্থাপন করার জন্য সাংবাদিকদের কিছু নির্দিষ্ট উৎস থেকে সংবাদটি সংগ্রহ করতে হয়। সংবাদের উৎস থেকে প্রাপ্ত তথ্যগুলির উপর ভিত্তি করেই একটি সংবাদকে সুষ্ঠভাবে প্রকাশ করা যায়। সংবাদকে প্রকাশনা করার জন্য বিভিন্ন জায়গা বা উৎস থেকে সংবাদ সংগ্রহ করতে হয়, সংবাদের এই উৎসগুলি হল- ১. ঘটনাস্থল : সংবাদ সংগ্রহের প্রধান উৎসই হল ঘটনাস্থল, অর্থাৎ ঘটনাটি যেখানে ঘটেছে। কোনো ঘটনা ঘটলে সেই স্থান থেকেই সরাসরি খবর সংগ্রহ করে মিডিয়া হাউসে পাঠানো হয় ও তা সংবাদ হিসাবে উপস্থাপন করা হয়। ২. সংবাদ সংস্থা(PTI, UNI) : প্রতিদিন হাজার হাজার খবর এসে জমা হচ্ছে সংবাদ সংস্থায়। সংবাদ সংস্থাগুলি বিভিন্ন মিডিয়া হাউসে খবর সরবরাহ করে থাকে। ভারতের দুটি প্রধান সংবাদ সংস্থা হল PTI(Press Trust of India) ও UNI(United News of India)। এই সংবাদ সংস্থাগুলি দেশের ছোট - বড় সকল মিডিয়া হাউসগুলিকে খবর সরবরাহ করে চলেছে। ৩. সাংবাদিক : একজন সাংবাদিক নিজেই সংবাদ সংগ্রহের উৎস হিসাবে কাজ করে থাকেন। কোনো ঘটনা ঘটলে তা সাংবাদিকের চোখ এড়ায় না, তৎক্ষণাৎ তিনি তা সংবাদ হিসাব...

ইনভারটেড পিরামিড(Inverted Pyramid)

Image
     কোনো প্রতিবেদনকে পাঠকের সামনে সুষ্ঠভাবে তুলে ধরার জন্য প্রতিবেদক কিছু নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলেন। তার মধ্যে একটি বিশেষ নীতি হল ইনভারটেড পিরামিড।           ইনভারটেড পিরামিড মূলত জ্যামিতিক আকার উল্টো পিরামিড হিসাবে লেখা হয়। এই উল্টো পিরামিড আকৃতিকে তিনটি স্তম্ভে ভাগ করা হয়-           এই উল্টো পিরামিডের প্রথম স্তম্ভে দেওয়া হয় 'Intro'। এই অংশে পাঠক মনের প্রাথমিক প্রশ্নগুলির উত্তর দেওয়া হয়। 'কে', 'কী', 'কোথায়', 'কখন', 'কেন' (5Ws') প্রশ্নগুলির উত্তর দেওয়া হয় এই 'Intro' অংশে। এই অংশটি পড়ে পাঠকরা ঘটনাটি সম্পর্কে প্রাথমিক ধারণা পান।          মধ্যবর্তী স্তম্ভ হল 'Body', যেখানে ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়। পাঠকের প্রাথমিক চাহিদা পূরণের পর ঘটনাটি কিভাবে ঘটেছে তিনি তা জানতে চান। অর্থাৎ এখানে 1H-এর  উত্তর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর মতামত(Byte)-ও দেওয়া হয় এখানে।           উল্টো পিরামিডের শেষ স্তম্ভে থাকে 'Conclusion', যেখানে কোনো ঘটনার পরিস্থিতি মোকাবিলার জ...

সিটিজেন সাংবাদিকতা (Citizen Journalism)

Image
       'সিটিজেন' কথার অর্থ নাগরিক অর্থাৎ একজন সাধারণ মানুষ যেখানে সাংবাদিক হিসাবে খবর প্রকাশ করে থাকেন, সেই সাংবাদিকতাকেই বলা হয় সিটিজেন সাংবাদিকতা। প্রশিক্ষণহীন অপেশাদার সাধারণ মানুষ পেশাদার সাংবাদিকদের মতই খবর সংগ্রহ, খবর লেখা, খবর এডিট, খবর প্রকাশ ও বণ্টন করে থাকেন। তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে একজন সাধারণ মানুষ স্মার্টফোন ব্যবহার করে সহজেই কোনো জায়গায় ঘটে যাওয়া ঘটনাকে সংবাদ হিসাবে আবিষ্কার করতে পারেন। এমন অনেক জায়গা আছে যেখানে সাংবাদিক পৌঁছতে পারেননা। অর্থাৎ একেবারে তৃণমূল স্তর থেকে খবর সংগ্রহ করে নিয়ে আসতে পারেন সাধারণ মানুষই। সাধারণ মানুষই তার নিজস্ব এলাকার অভাব অভিযোগ ভালোভাবে জানেন তাই তিনিই সেই সমস্ত অভাব অভিযোগ তুলে ধরতে পারবেন তার প্রতিবেদনে সিটিজেন সাংবাদিকতার মাধ্যমে।

অনলাইন সাংবাদিকতা(Online Journalism)

Image
          অনলাইন সাংবাদিকতা হল মূলত ইন্টারনেট নির্ভর সাংবাদিকতা। ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে বর্তমানে যে সাংবাদিকতার সূচনা হয়েছে তা হলো অনলাইন সাংবাদিকতা, যা 'Digital Journalism' নামেও পরিচিত। অনলাইন সাংবাদিকতা চালু হওয়ার ফলে গণমাধ্যমের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে এবং পাঠককুলে এর গ্রহণযোগ্যতাও বেড়েছে।           ইন্টারনেট ব্যবস্থা চালু হওয়ার পর থেকে গণমাধ্যমের অনেক প্রযুক্তিগত উন্নতি ঘটেছে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে একজন পাঠক ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সংবাদ পেয়ে থাকেন। ইন্টারনেট নির্ভর : বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করে থাকেন। যেহেতু অনলাইন সাংবাদিকতাও ইন্টারনেট নির্ভর তাই একই সময়ে অনেক মানুষের কাছে সংবাদ সরবরাহ সম্ভব হয়।  খবর ছাপার ঝামেলা থাকে না : সংবাদপত্রের ক্ষেত্রে সংবাদ সংগ্রহ, বাছাই করে তা মুদ্রণ যন্ত্রে ছাপানো হয়, ফলে পাঠকের কাছে খবর পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু অনলাইন সাংবাদিকতায় এসব ঝামেলা থাকে না ও দ্রুতই খবর পাঠকের কাছে পৌঁছে যায় বলে পাঠকের কাছে অনলাইন সাংবাদিকতার গ্র...

সাংবাদিকতার নীতিমালা(Ethics of Journalism)

Image
         একজন সাংবাদিককে সাংবাদিকতা করার জন্য বিভিন্ন নীতি অনুসরণ করতে হয়। সাংবাদিকতার ক্ষেত্রে কোনো সাংবাদিক যদি সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে চলেন তবেই তিনি প্রতিষ্ঠিত হতে পারবেন। একজন সাংবাদিককে সুষ্ঠভাবে সংবাদ প্রকাশ করার জন্য ও সামাজিক দায়বদ্ধতা রক্ষা করার জন্য সাংবাদিকতার নীতিমালাগুলো মেনে চলা দরকার। সাংবাদিকতার নীতিমালা ১. সত্যতা : একজন সাংবাদিককে কোনো সংবাদ সত্যতা বজায় রেখে প্রকাশ করতে হবে। কোনো ঘটনা কতটা সত্য তা যাচাই করে নেওয়া একজন সাংবাদিকের কর্তব্য। সত্যতা বজায় রেখে কোনো সংবাদ পরিবেশন করলে তা পাঠকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। ২. বস্তুনিষ্ঠতা : বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করাই একজন সাংবাদিকের কর্তব্য। কোনো ঘটনা যেমনভাবে ঘটেছে তেমনভাবেই পাঠকের সামনে তুলে ধরতে হবে এবং সাধারণ ঘটনা সাধারণভাবে ও বিশেষ কোনো ঘটনা বিশেষভাবেই পাঠকের সামনে তুলে ধরতে হবে। ৩. নিরপেক্ষতা : একজন সাংবাদিককে পক্ষপাতহীনভাবে সংবাদ পরিবেশন করতে হবে। কোনো দল বা সংগঠনের কোনোরূপ পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করতে হবে। ৪. সময়ানুবর্ত...

সংবাদের প্রকৃতি(Nature of News)

Image
         সংবাদ কোনো গল্পকথা নয়। গল্পের লিখনরীতি আলাদা, গল্পের শেষ পর্যন্ত তার সাসপেন্স ধরে রাখা হয়। কিন্তু সংবাদে কোনো সাসপেন্স ধরে না রেখে প্রথমেই পাঠক মনের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়। সংবাদের এই লিখনরীতিই হল সংবাদের প্রকৃতি। সংবাদের প্রকৃতি   ১. বিবরনাত্মক : সংবাদ কোনো ঘটনা নয়, ঘটনার বিবরণ। মানুষ মাত্রই কৌতুহলী তাই কোনো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে, পাঠক মনের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয় সংবাদে। ২. সময় উপযোগী : কোনো ঘটনা ঘটলে তা যত দ্রুত সম্ভব প্রকাশ করা অর্থাৎ সঠিক সময়ে সংবাদ প্রকাশ করা। সঠিক সময়ে সংবাদ প্রকাশ না করলে পাঠকদের আগ্রহ হারাবে। ৩. নির্ভুলতা : সংবাদ প্রকাশ করতে হবে নির্ভুলভাবে তবেই পাঠকের বিশ্বাসযোগ্যতা বাড়বে। সংবাদ প্রকাশের আগে সেটিকে যাচাই করে নিতে হবে যাতে প্রকাশিত সংবাদে কোনো ভুল ত্রুটি না থাকে। ৪. বস্তুনিষ্ঠতা : একপেশে বিচার না করে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করতে হবে। কোনো ঘটনা যেমনভাবে ঘটেছে তেমনভাবেই বর্ণনা করতে হয়। ৫. সংক্ষিপ্ত ও স্পষ্ট : সংক্ষিপ্ত অথচ ঘটনার যথাযথ বিবরণ দিয়ে সংবাদ প্রকাশ করা হল...

সংবাদের উপাদান(Elements of News)

Image
         বিভিন্ন দিক মাথায় রেখে তবেই কোনো সংবাদ লেখা বা উপস্থাপন করা হয়। যে দিকগুলো বিচার বিবেচনা করে সংবাদ লেখা বা উপস্থাপন করার কাজটি করা হয়, সেগুলোকেই সংবাদের উপাদান হিসাবে ধরা হয়। একটি সংবাদকে সুষ্টভাবে তুলে ধরতে গেলে সংবাদের উপাদানের উপর ভিত্তি করেই লেখা ও উপস্থাপন করা হয়। কোনো সংবাদ প্রকাশ করার আগে তার উপাদান ঠিকঠাক আছে কিনা সেইদিক যাছাই করে নিতে হয়। সংবাদের উপাদান ১. বস্তুনিষ্ঠতা : যে সংবাদ প্রকাশ করা হবে সেই সংবাদকে সবসময়ই  নিরপেক্ষ হতে হবে। কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাকে তার সত্যতা বজায় রেখে শ্রোতা/দর্শক/পাঠকের সামনে তুলে ধরতে হবে, অর্থাৎ সেই ঘটনা যেমন ঘটেছে তেমন করেই প্রকাশ করা। ২. পক্ষপাতহীন : কোনো সংবাদ প্রকাশের সময় মাথায় রাখতে হবে তা যেন কোনো দল বা সংঘটনের পক্ষপাতিত্ব না করে, অর্থাৎ পক্ষপাতহীন ভাবে সংবাদ প্রকাশ করতে হবে। ৩. নৈকট্য : নিজস্ব এলাকা, রাজ্য ও দেশের কোনো ঘটনা আগে গুরুত্ব পাবে এবং তা  সংবাদ হিসাবে বিবেচিত হবে। জাপানে ও ভারতে একইসাথে ভূমিকম্প হলে জাপানের ভূমিকম্পের থেকে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে আমাদের ...

হার্ড নিউজ ও সফট্ নিউজ এর পার্থক্য(Hard News Vs Soft News)

Image
১. হার্ড নিউজের তাৎক্ষণিক গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে, সফট্ নিউজের তাৎক্ষণিক গুরুত্ব কম। ২. হার্ড নিউজ যত দ্রুত পারা যায় ততই তাড়াতাড়ি প্রকাশ বা সম্পাদনা করতে হয়। অন্যদিকে, সফট্ নিউজ দু একদিন পরেও প্রকাশ করা যায়। ৩. হার্ড নিউজ মূলত কোনো ঘটনা নির্ভর। অন্যদিকে, সফট্ নিউজ মূলত মানবিক আবেদনমূলক। ৪. হার্ড নিউজে কোনো ঘটনার বিবরণ থাকে যেখানে নিজস্ব মতামতের কোনো জায়গা থাকে না। অন্যদিকে, সফট্ নিউজে নিজস্ব মতামত প্রদানের জায়গা থাকে। ৫. হার্ড নিউজে সিরিয়াসনেস বেশি থাকে। অন্যদিকে, সফট্ নিউজ হয় মানবিক আবেদনমূলক,হাস‍্যরসাত্মক ও ব‍্যাঙ্গাত্মকধর্মী। ৬. হার্ড নিউজ 'Inverted Pyramid' পদ্ধতি অনুসরণ করে লেখা হয়। অন্যদিকে, সফট্ নিউজ লেখা হয় নিজস্ব ধ্যানধারণার উপর ভিত্তি করে।

সংবাদ-এর শ্রেণীবিভাগ (Classification of News)

Image
   সংবাদের তাৎক্ষণিকতা ও গুরুত্ব অনুযায়ী সংবাদকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। ১. হার্ড নিউজ(Hard News) ২. সফট নিউজ(Soft News) ১. হার্ড নিউজ(Hard News): যেসকল সংবাদের তাৎক্ষণিকতা অনুযায়ী গুরুত্ব অনেক বেশি অর্থাৎ মানস মনে অতি দ্রুত প্রভাব বিস্তার করতে পারে বা আলোড়ন সৃষ্টি করতে পারে, সেই সংবাদকে বলা হয় হার্ড নিউজ(Hard News)। হার্ড নিউজকে সবসময়ই সময় উপযোগী হতে হয় অর্থাৎ যত দ্রুত সম্ভব সম্পাদনা বা প্রকাশ করতে হয়। যেমন- রাস্তায় অ্যাক্সিডেন্টের ঘটনা। ২. সফট্ নিউজ(Soft News): যে সংবাদের তাৎক্ষণিক গুরুত্ব হার্ড নিউজের তুলনায় অনেকাংশেই কম। যে সংবাদকে দু একদিন পর প্রকাশ করলেও তার সংবাদমুল্য হারায় না তাকেই সফট্ নিউজ(Soft News) বলে। সফট্ নিউজ মানবিক আবেদনমূলক হয়ে থাকে। যেমন- কোনো দুঃস্থ ছাত্র মাধ্যমিকে ৮০% নম্বর পেয়ে পাশ করেছে তা সংবাদ হিসাবে প্রকাশ করলে সেটি সফট্ নিউজ।

সংবাদ কি? (What is News)

Image
  প্রতিদিনই আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, সেইসব ঘটনাগুলোর মধ্যে যেসকল ঘটনাগুলোর তাৎক্ষণিকতা অনুযায়ী গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়, যা মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে তাই-ই হল সংবাদ।           উদাহণস্বরূপ বলা যেতে পারে যদি কোনো কুকুর মানুষকে কামড়ায় তাহলে সেটা কোনো সংবাদ নয়, তবে কোনো মানুষ যদি কুকুরকে কামড়ায় তাহলে সেটি সংবাদ হিসাবে বিবেচিত হয়।           সংবাদ অর্থাৎ 'News' কথাটি এসেছে 'New' থেকে। অতএব কতগুলি নতুন ঘটনার সমাহার ই হল 'News' বা সংবাদ। সাধারণত রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও ইন্টারনেটের মাধ্যমে আমরা সংবাদ জানতে পারি। সংবাদের উদ্দেশ্যই হল মানুষকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা।