জ্ঞাপনের প্রকারভেদ(Types of Communication)

জ্ঞাপন সাধারণত চাররকম ভাবে সম্পন্ন হয়ে থাকে - ১. কথিত জ্ঞাপন(Verbal Communication) : এক বা একাধিক ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে কথাবার্তার আদান-প্রদানের মাধ্যমে কথিত জ্ঞাপন সম্পন্ন হয়ে থাকে। সাধারণত মানুষ কথিত আকারেই জ্ঞাপন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। কথিত জ্ঞাপনের মাধ্যমেই মানুষ সম্পূর্ণভাবে ভাবের আদান-প্রদান করেন। ২. অ-কথিত জ্ঞাপন(Non-Verbal Communication) : শারীরিক অঙ্গ-ভঙ্গি, ইশারার মাধ্যমে অ-কথিত জ্ঞাপন হয়ে থাকে। প্রেরক ইশারা ও অঙ্গ-ভঙ্গির মাধ্যমে গ্রাহকের সাথে বিভিন্ন ভাবের আদান-প্রদান করেন, ফলে জ্ঞাপন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। ৩. লিখিত জ্ঞাপন(Written Communication) : প্রেরক যদি গ্রাহকের উদ্দেশ্যে লিখিত আকারে কিছু বার্তা দিয়ে থাকেন তাহলে লিখিত জ্ঞাপন সম্পন্ন হয়। ৪. চাক্ষুষ বা দৃষ্টিলদ্ধ জ্ঞাপন(Visual Communication) : প্রেরকের পাঠানো কোনো বার্তা যখন একজন গ্রাহক সরাসরি চোখে, ফটো বা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখেন তখন যে জ্ঞাপন হয় তা হল চাক্ষুষ বা দৃষ্টিলব্ধ জ্ঞাপন।